রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ভর্তি যোগ্যতা

রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ভর্তি যোগ্যতা, সুবিধা, ভর্তি ফরম ২০২৬

প্লে, নার্সারি ও কেজিতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আজকের আর্টিকেলে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ভর্তি যোগ্যতা, সুবিধা, ভর্তি ফরম এবং ড্রেস কোড সম্পর্কে বিস্তারিত তথ্য। রংপুরে সেরা উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ নাম প্রথম সারিতে আসে। আজকের আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানটি সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা পাবে।

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উত্তরবঙ্গের অন্যতম সেরা একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতি বছর এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার ফলাফলের দিক থেকেই এই ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজটি এগিয়ে থাকে। আজকে আমরা জানবো এই প্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতা কী এবং ভর্তি হতে কত পয়েন্ট বা জিপিএ প্রয়োজন সে সম্পর্কে।

রংপুর ক্যান্টনমেন্ট স্কুল ভর্তি যোগ্যতা

আপনারা অনেকেই রংপুর ক্যান্টনমেন্ট স্কুল ভর্তি যোগ্যতা সম্পর্কে জানতে চান তাই আমরা প্রথমে রংপুর ক্যান্টনমেন্ট স্কুলে প্লে, নার্সারি ও কেজিতে ভর্তি যোগ্যতা জেনে নিব। এরপরে প্রথম শ্রেণিতে ভর্তি যোগ্যতা জেনে নিব।

প্লে, নার্সারি ও কেজি শ্রেণিতে ভর্তি যোগ্যতাঃ

(ক) প্রার্থীর বয়স ০১ জানুয়ারি, ২০২৬ তারিখে ট্রেডিশনাল শ্রেণির জন্য বয়স ৩+ , নার্সিং শ্রেণির জন্য বয়স ৪+ এবং কেয়ার গিভিং শ্রেণির জন্য বয়স ৫+ হতে হবে।

(খ) ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি ও ০২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি ভর্তির ফরমের সাথে জমা দিতে হবে। সামরিক সদস্য সন্তান্দের ক্ষেত্রে স্ব-স্ব ইউনিট অধিনায়ক কর্তৃক প্রদত্ত বয়সের প্রত্যয়ন পত্র জমা দিতে হবে।

প্রথম শ্রেণিতে ভর্তি যোগ্যতাঃ

(ক) প্রার্থীর বয়স ০১ জানুয়ারি, ২০২৬ তারিখে ৬ বছর থেকে ৭ বছরের মধ্যে হতে হবে। ছাত্র/ছাত্রীর উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি এবং ওজন ৩০ কেজির সীমাবদ্ধ হওয়া বাঞ্ছনীয়।

(খ) ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি ও ০২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি ভর্তির ফরমের সাথে জমা দিতে হবে। সামরিক সদস্য সন্তান্দের ক্ষেত্রে স্ব-স্ব ইউনিট অধিনায়ক কর্তৃক প্রদত্ত বয়সের প্রত্যয়ন পত্র জমা দিতে হবে।

রংপুর ক্যান্টনমেন্ট স্কুল ভর্তি বিজ্ঞপ্তি 

আপনারা অনেকেই রংপুর ক্যান্টনমেন্ট স্কুল ভর্তি বিজ্ঞপ্তি  সম্পর্কে জানতে চান তাই আমরা প্রথমে রংপুর ক্যান্টনমেন্ট স্কুলে প্লে, নার্সারি ও কেজিতে ভর্তি বিজ্ঞপ্তি জেনে নিব। এরপরে প্রথম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি  জেনে নিব।

প্লে, নার্সারি ও কেজি শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

মাননীয় সেনাপ্রধান ও সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক মহোদয়ের আলোকিত মানুষ তৈরির উদ্যোগ হিসেবে নির্মাণাধীন ভবনে অত্যাধুনিক, মনোজ্ঞ ও আকর্ষণীয় পরিবেশে সেকশন বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরে প্লে, নার্সারি ও কেজি শ্রেণিতে ২০২৬ সালের জন্য ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত তথ্যাদি নিম্নে দেওয়া হলো:

(ক) ভর্তি ফরমের মূল্য সকলের জন্য (সামরিক/বেসামরিক) ১০০০/- (এক হাজার) টাকা।

(খ) প্রসপেক্টাস এর মূল্য সকলের জন্য (সামরিক/বেসামরিক) ৩০০/- (তিনশত) টাকা।

(গ) দি ট্রাস্ট ব্যাংক লিঃ রংপুর শাখায় ভর্তি ফরম ও প্রসপেক্টাস পাওয়া যাবে।

(ঘ) ভর্তি ফরম সংগ্রহ ও জমাদানের তারিখ: ০২ নভেম্বর ২০২৫ তারিখ থেকে ২৭ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।

(ঙ) ভর্তি সংক্রান্ত অন্যান্য যাবতীয় তথ্যাদি প্রবেশ পত্রে দেওয়া হবে।

(চ) সামরিক বাহিনীর সদস্য (কর্মরত/অবসরপ্রাপ্ত) সামরিক বাহিনীতে কর্মরত বেসামরিক ব্যক্তিবর্গ যারা প্রতিরক্ষা বাজেট হতে বেতনভুক্ত ও এ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীগণ স্ব-স্ব ইউনিট/প্রতিষ্ঠান থেকে প্রত্যয়ন পত্র সংগ্রহ করে ব্যাংকে প্রদান সাপেক্ষে সামরিক ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন।

(ছ) ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর এর ওয়েবসাইট www.cpscr.edu.bd থেকে ভর্তি ফরম ডাউনলোড করা যাবে। এ ক্ষেত্রে অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের বরাবর দি ট্রাস্ট ব্যাংক লিঃ রংপুর শাখার অনুকূলে ১০০০/- (এক হাজার) টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।

প্লে, নার্সারি ও কেজি শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

রংপুর ক্যান্টনমেন্ট স্কুল প্রথম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর এর প্রথম শ্রেণিতে ২০২৬ সালের জন্য ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। সরকারী নীতিমালা অনুযায়ী সকলের জন্য উন্মুক্ত লটারীর মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। ভর্তি সংক্রান্ত তথ্যাদি নিম্নে দেওয়া হলো:

(ক) ভর্তি ফরমের মূল্য সকলের জন্য (সামরিক/বেসামরিক) ৫০০/- (পাঁচশত) টাকা।

(খ) প্রসপেক্টাস এর মূল্য সকলের জন্য (সামরিক/বেসামরিক) ৩০০/- (তিনশত) টাকা।

(গ) দি ট্রাস্ট ব্যাংক লিঃ রংপুর শাখায় ভর্তি ফরম ও প্রসপেক্টাস পাওয়া যাবে।

(ঘ) ভর্তি ফরম সংগ্রহ ও জমাদানের তারিখ: ০২ নভেম্বর ২০২৫ তারিখ থেকে ২০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।

(ঙ) ভর্তি সংক্রান্ত অন্যান্য যাবতীয় তথ্যাদি প্রবেশ পত্রে দেওয়া হবে।

(চ) সামরিক বাহিনীর সদস্য (কর্মরত/অবসরপ্রাপ্ত) সামরিক বাহিনীতে কর্মরত বেসামরিক ব্যক্তিবর্গ যারা প্রতিরক্ষা বাজেট হতে বেতনভুক্ত ও এ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীগণ স্ব-স্ব ইউনিট/প্রতিষ্ঠান থেকে প্রত্যয়ন পত্র সংগ্রহ করে ব্যাংকে প্রদান সাপেক্ষে সামরিক ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন।

(ছ) ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর এর ওয়েব সাইট www.cpscr.edu.bd থেকে ভর্তি ফরম ডাউনলোড করা যাবে। এ ক্ষেত্রে অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের বরাবর দি ট্রাস্ট ব্যাংক লিঃ রংপুর শাখার অনুকূলে ৮০০/- (আটশত) টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।

রংপুর প্রথম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

বিশেষ দ্রষ্টব্য: ভর্তি সংক্রান্ত বিষয়ে প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে। ভর্তি সংক্রান্ত কার্যক্রমে কোন প্রকার লেনদেন/আর্থিক অনুদান গ্রহণ করা হয় না। এ ক্ষেত্রে কোন অভিভাবক বা অন্য কোন বিষয়ে প্রতারক/দালাল কর্তৃক প্রতারণার শিকার হলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট অভিভাবককে সতর্ক থাকার বিশেষ পরামর্শ দেয়া হলো।

রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ভর্তি ফরম

রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ভর্তি হতে হলে আপনাকে অবশ্যই ভর্তি ফরম পূরণ করতে হবে। ভর্তি ফরমে আপনাকে কি কি তথ্য দিতে হবে তা আগে থেকেই জানা থাকলে আপনার জন্য অনেক সুবিধা হয়ে উঠবে। এজন্য মূলত আমরা আপনাদের সুবিধার কথা ভেবেই আজকের পোষ্টের এই অংশে রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ভর্তি ফরম নিচে ছবিসহ দিয়ে দিচ্ছি।

Rangpur admission form

রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ভর্তি ফরম

রংপুর ক্যান্টনমেন্ট স্কুল ভর্তির আবেদনের পদ্ধতি

প্লে, নার্সারি ও কেজিতে ভর্তির আবেদনের পদ্ধতিঃ

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর এর ওয়েবসাইট www.cpscr.edu.bd থেকে ভর্তি ফরম ডাউনলোড করা যাবে। এ ক্ষেত্রে অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের বরাবর দি ট্রাস্ট ব্যাংক লিঃ রংপুর শাখার অনুকূলে ১০০০/- (এক হাজার) টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।

প্রথম শ্রেনিতে ভর্তির আবেদনের পদ্ধতিঃ

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর এর ওয়েব সাইট www.cpscr.edu.bd থেকে ভর্তি ফরম ডাউনলোড করা যাবে। এ ক্ষেত্রে অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের বরাবর দি ট্রাস্ট ব্যাংক লিঃ রংপুর শাখার অনুকূলে ৮০০/- (আটশত) টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।

রংপুর ক্যান্টনমেন্ট কলেজ ভর্তির আবেদনের পদ্ধতি

আবেদনকারী www.xiclassadmission.gov.bd ওয়েব ঠিকানায় আবেদন ফরমে তথ্য পূরণ এবং ২২০/- (দুইশত বিশ টাকা) টাকা আবেদন ফি (Nagad, Sonali Bank, Teletalk, bkash, Sure Cash, Rocket Payment Operators এর মাধ্যমে) প্রদানপূর্বক সর্বনিম্ন ০৫ টি থেকে সর্বোচ্চ ১০ টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে পারবে। পরবর্তীতে শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তিও প্রাথমিক নিয়নয়ন করার সময় শিক্ষার্থী প্রতি ৩৩৫/- (তিনশত পঁয়ত্রিশ টাকা) গ্রহণ করবে।

বিশেষ নির্দেশনা: বহিরাগত/অন্য প্রতিষ্ঠান হতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে ভর্তি ইচ্ছুক হলে অবশ্যই পছন্দের তালিকায় ১ম স্থানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর-কে নির্বাচন করতে হবে।

রংপুর ক্যান্টনমেন্ট কলেজ ভর্তি কার্যক্রম ২০২৫

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি নির্দেশনাসমূহ:

শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী মতবিনিময় কোর্সে অবশ্যই পিতা-মাতা/সহ উপস্থিত হতে হবে।

শিক্ষার্থীকে আলাদা স্কুল ইউনিফর্ম পরে (ছেলেদের ছোট চুল ও মেয়েদের চুল বেঁধে) এবং লুঙ্গিতে (ছেলেরা ছোট হেয়ারকাট হবে। জিন্স, টি-শার্ট, স্যান্ডেল পরা আসা নিষেধ। মেয়েদের যথাযথ পোশাকে আসতে হবে) উপস্থিত হতে হবে।

নিম্নোক্ত কাগজপত্রসমূহ জমা দিতে হবে (বহিরাগত)

  • শিক্ষার্থীর ০২ কপি, পিতার ০২ কপি এবং মাতার ০২ কপি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি।
  • এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং প্রশংসাপত্রের মূল কপি। (একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর মূল কপি প্রাপ্ত না হলে, অনলাইন কপি)
  • এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র এর সত্যায়িত ফটোকপি (০১ কপি)।
  • শিক্ষার্থীর ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন এর ফটোকপি (০১ কপি)।
  • পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (০১ কপি)।
  • পাঠ বিরতি থাকলে ঐ সকল ছাত্র-ছাত্রীকে পাঠ বিরতির কারণ উল্লেখ করে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের কোটার স্বপক্ষে প্রমাণ্য কাগজপত্রসমূহের ফটোকপি।

  • SQ কোটার ক্ষেত্রে পিতা/মাতার সামরিক বাহিনীর প্রমাণপত্র (এ প্রতিষ্ঠানের অ্যাডমিন অফিসার কর্তৃক সত্যায়িত)
  • FQ কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা প্রমাণপত্রের সনদপত্র।
  • EQ কোটার ক্ষেত্রে কোটা প্রমাণকের কাগজপত্র

নিজ প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্ত কাগজপত্রসমূহ জমা দিতে হবে

  • শিক্ষার্থীর ০২ কপি, পিতার ০২ কপি এবং মাতার ০২ কপি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি।
  • এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি।
  • শিক্ষার্থীর ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন এর ফটোকপি (০১ কপি)।
  • পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (০১ কপি)।

রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ কোটা সংক্রান্ত নির্দেশনা

  • কোটা আবেদনের ক্ষেত্রে উল্লিখিত কাগজপত্র জমা দিতে হবে:
  • শিক্ষার্থীর অনলাইন আবেদন কপি।
  • শিক্ষার্থীর অনলাইন পেমেন্ট এর প্রমাণপত্র।
  • শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এর ফটোকপি।
  • ৫ম শ্রেণি হতে সমমানের প্রত্যেক শ্রেণির ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি।
  • এসএসসি বা সমমান পাসের প্রতিষ্ঠান এবং প্রশংসাপত্রের ফটোকপি।
  • এসএসসি বা সমমান এর গ্রেডশীট এর ফটোকপি।
  • এসএসসি বা সমমান এর রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি।
  • পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • কোটায় প্রমাণের জন্য আবশ্যক কাগজপত্র।

কোটার ক্ষেত্রে

Special Quota (SQ কোটা): শিক্ষার্থীর পিতা/মাতা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত হলে ইউনিটের প্রদত্ত প্রত্যয়নপত্র এবং অবসরপ্রাপ্ত হলে খালাসী বইয়ের ফটোকপি ও পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র দাখিল পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে।

মুক্তিযোদ্ধা কোটা: আবেদনকারী শিক্ষার্থীকে সনাক্তকরণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্র, মন্ত্রণালয়ের গেজেট এর সত্যায়িত কপি, পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় কোটা: শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর/সংস্থা (২৮টি প্রতিষ্ঠান) কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তান মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য এই কোটায় আবেদন করতে পারবে। পিতা/মাতার কর্মরত অফিসর দপ্তর প্রধানের প্রত্যয়নপত্র এবং পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। পাঠ বিরতির ক্ষেত্রে প্রযোজ্য অন্য কিছু দিতে হবে।

রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ সুবিধা

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উত্তরবঙ্গের অন্যতম সেরা একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এখানে শিক্ষার্থীদের জন্য শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম ও সুযোগ-সুবিধার দিকেও বিশেষ মনোযোগ দেওয়া হয়। আপনার উল্লিখিত বিষয়গুলোতে এই প্রতিষ্ঠানের সুবিধাগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

১। সুসজ্জিত শ্রেণিকক্ষ: কলেজের শ্রেণিকক্ষগুলো সাধারণত বেশ প্রশস্ত, পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর। প্রতিটি কক্ষে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা থাকে, যা শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

২। বিজ্ঞানাগার: বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এই কলেজের বিজ্ঞানাগারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের জন্য পৃথক এবং সুসজ্জিত ল্যাবরেটরি রয়েছে।

৩। লাইব্রেরি: কলেজের লাইব্রেরিটি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের এক বিশাল ভান্ডার। এখানে বিভিন্ন পাঠ্যপুস্তক, রেফারেন্স বই, জার্নাল, ম্যাগাজিন ও দৈনিক পত্রিকার এক বিশাল সংগ্রহ থাকে।

৪। খেলার মাঠ: পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বিশাল খেলার মাঠের সুবিধা রয়েছে। ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল ও বাস্কেটবল খেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকে।

৫। অডিটোরিয়াম: শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রে একটি আধুনিক অডিটোরিয়াম বা উন্মুক্ত মঞ্চ রয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো এই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

৬। ক্যান্টিন: শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের ভেতরে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও মানসম্মত ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে। এই ক্যান্টিনটি শিক্ষার্থীদের নাস্তার সময় বা অবসরে স্বাস্থ্যসম্মত ও স্বল্পমূল্যে খাবার সরবরাহ করে।

টিফিনের বিরতিতে বা ক্লাস শেষে শিক্ষার্থীরা এখানে সহপাঠীদের সাথে গল্প করতে পারে, যা তাদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করতে সহায়ক। প্রতিষ্ঠানটিতে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল বা আবাসিক সুবিধা রয়েছে।

রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ড্রেস কোড

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ-এর ড্রেস কোড স্কুল ও কলেজ উভয় শাখার শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্টভাবে নির্ধারিত। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের অবশ্যই নির্দিষ্ট পোশাক পরিধান করে ক্যাম্পাসে প্রবেশ করতে হয়।

ড্রেস কোডের বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট নোটিশ বোর্ড অনুসরণ করা সবচেয়ে নির্ভরযোগ্য, কারণ ড্রেস কোড সংক্রান্ত নিয়মে সামান্য পরিবর্তন হতে পারে। তবে সাধারণভাবে, এর ড্রেস কোড নিম্নরূপ হতে পারে:

১. স্কুল শাখা (ষষ্ঠ থেকে দশম শ্রেণি): স্কুল শাখার শিক্ষার্থীদের জন্য সাধারণত সাদা রঙের শার্ট/কামিজ, নির্দিষ্ট রঙের প্যান্ট/স্কার্ট এবং প্রতিষ্ঠানের মনোগ্রামযুক্ত ব্যাজ ও টাই বাধ্যতামূলক থাকে।

  • ছেলে: সাদা শার্ট, নির্ধারিত রঙের ফুল প্যান্ট (সাধারণত নেভি ব্লু বা অ্যাশ কালারের), প্রতিষ্ঠানের মনোগ্রামযুক্ত টাই, কালো জুতো ও সাদা মোজা।
  • মেয়ে: সাদা সালোয়ার-কামিজ/শার্ট, নির্ধারিত রঙের স্কার্ট/ওড়না (যদি প্রযোজ্য হয়), মনোগ্রামযুক্ত ব্যাজ, কালো জুতো ও সাদা মোজা।

২. কলেজ শাখা (একাদশ ও দ্বাদশ শ্রেণি): কলেজ শাখার শিক্ষার্থীদের জন্যও নির্দিষ্ট পোশাক নির্ধারিত থাকে, যা স্কুল শাখার পোশাক থেকে ভিন্ন হতে পারে।

  • ছেলে: সাধারণত নির্ধারিত রঙের (যেমন সাদা/হালকা নীল) শার্ট, নেভি ব্লু বা অ্যাশ কালারের ট্রাউজার, মনোগ্রামযুক্ত টাই, কালো জুতো ও মোজা।
  • মেয়ে: সাদা বা হালকা রঙের কামিজ, নির্ধারিত রঙের সালোয়ার ও ওড়না, মনোগ্রামযুক্ত ব্যাজ, কালো জুতো ও মোজা।

বিশেষ নির্দেশনা

  • প্রত্যেক শিক্ষার্থীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ইউনিফর্ম পরতে হয়।
  • মনোগ্রামযুক্ত ব্যাজ এবং পরিচয়পত্রসব সময় পরিধান করা বাধ্যতামূলক।
  • শীতকালে অতিরিক্ত পোশাকের ক্ষেত্রেও নির্দিষ্ট সোয়েটার বা ব্লেজার পরতে হয়।
  • পোশাকের ক্ষেত্রে কোনো প্রকার ফ্যাশন বা অননুমোদিত পরিবর্তন গ্রহণযোগ্য নয়।

সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQs)

প্রশ্ন: RCPSC-এ কোন কোন পর্যায়ে শিক্ষা প্রদান করা হয়?

উত্তর: RCPSC-তে সাধারণত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই তিনটি স্তরেই শিক্ষা প্রদান করা হয়।

প্রশ্ন: এই প্রতিষ্ঠানে কি শুধু সামরিক বাহিনীর সদস্যদের সন্তানরাই ভর্তি হতে পারে? 

উত্তর: না, সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পাশাপাশি বেসামরিক শিক্ষার্থীরাও ভর্তি হতে পারে। তবে ভর্তির ক্ষেত্রে সামরিক কোটা ও বেসামরিক কোটা থাকে।

প্রশ্ন: RCPSC কোন বোর্ডের অধীনে পরিচালিত হয়? 

উত্তর: এই প্রতিষ্ঠানটি দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়।

প্রশ্ন: ভর্তির প্রক্রিয়া সাধারণত কখন শুরু হয় এবং কীভাবে আবেদন করতে হয়?

উত্তর: ভর্তির প্রক্রিয়া সাধারণত বছরের শেষ দিকে (নভেম্বর-ডিসেম্বর) শুরু হয়। অনলাইনে অথবা প্রতিষ্ঠানের নিজস্ব প্রক্রিয়ায় ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হয়।

প্রশ্ন: প্রতিষ্ঠানটি কখন প্রতিষ্ঠিত হয়েছিল? 

উত্তর: রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

 

প্রশ্ন: রংপুর শহরের কোথায় এই প্রতিষ্ঠানটি অবস্থিত? 

উত্তর: এটি রংপুর সেনানিবাস (Rangpur Cantonment)-এর ভেতরে অবস্থিত।

লেখকের শেষ মতামত

এই পোষ্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়লে রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ভর্তি যোগ্যতা, সুবিধা এবং ড্রেস কোড কি তা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। যাই হোক, এরপরও যদি রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ নিয়ে আপনার কিছু জানার থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।