বর্তমান বিশ্বে ওমান সবচেয়ে উন্নত একটি দেশ।এদেশের মুদ্রার মান অন্যান্য দেশের তুলনায় অনেক গুণ বেশি।ওমানে টাকার মান বেশি হওয়ার কারণে বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক মানুষ ওমানে কাজের জন্য ছুটে যায়। তাই আপনি যদি ওমান টাকার মান কত এবং ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা এ বিষয় সম্পর্কে জানতে চান? তবে আজকের আর্টিকেল আপনার জন্য।
হ্যাঁ বন্ধুরা কেননা আজকের আর্টিকেলের ভেতরে আলোচনা করতে চলেছি ওমানের ১৫০ রিয়াল বাংলাদেশের কত টাকা এবং ওমান টাকার মান কত সে সম্পর্কে। এছাড়াও ওমান সম্পর্কিত আরো কিছু তথ্য আজকের আর্টিকেলের মধ্যে আলোচনা করতে চলেছি তাই আর্টিকেল টি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে জেনে নিন ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা এবং ওমান টাকার মান কত এ বিষয়ে সম্পর্কে।
উপস্থাপনা – ওমান টাকার মান
এখন আমরা মালয়েশিয়া টুরিস্ট ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো। আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন। যদি পোস্টটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।
ওমান উন্নত এবং মুদ্রার মান বেশি হওয়ায় থেকে অনেকেই সেখানে কাজের জন্য ছুটে যায়।সেখানে কোম্পানি ভিসা সহ আরো নানা ধরনের কাজের উদ্দেশ্যে ওমানে লোক নিয়োগ দেওয়া হয়।
ওমান টাকার মান কত 2025
বর্তমানে আপনি যদি ওমানের ১ রিয়াল দেন তাহলে বাংলাদেশের ৩১৬.৮৯ টাকা পাবেন। ২০২৫ সালে ওমানের টাকার মান বৃদ্ধি পেয়েছে এই জন্য ওমানের টাকার মান অনেক বেশি বাংলাদেশী টাকায়। আম্পনি যেন আমাদের বাংলদেশে খুব সহজেই জেনে বুঝে রেমিটেন্স পাঠাতে পারেন সেই সুবিধার্থে ওমান টাকার মান কত তা নিয়ে তুলে ধরেছি।
আমরা যারা ওমান প্রবাসী তাদের সকলেরই জেনে রাখা উচিত যে টাকার রেট একেক সময় একেক রকম হয়ে থাকে কখনো স্থিতিশীল থাকে না। এই রেট যেকোন সময় পরিবর্তন হতে পারে।
এখনকার রেট মোতাবেক মানে ২০২৫ সালের গুগলের আপডেট তথ্য অনুযায়ী ওমানের ১ রিয়াল সমান বাংলাদেশি এক্সচেঞ্জ রেট ৩১৫ টাকা পাচ্ছেন এর কিছু সময় পর ৩২০ টাকাও হতে পারে কারণ রেট উঠানামা করে।
ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা
আপনারা যদি ওমান থেকে টাকা পাঠাতে চান বাংলাদেশি তাহলে আপনাদের অনুরোধ করবো আপনারা অবশ্যই প্রতিদিন ওমানের টাকা রেট কত তা জানতে শুধুমাত্র আমাদের ওয়েবসাইট ভিজিট করুন তো চলুন দেখে নেয়া যাক আজকের ওমানের টাকার রেট কত চলছে।
আজকের ২০২৫ সালের গুগলের আপডেট তথ্য অনুযায়ী ওমানের ১ রিয়াল বাংলাদেশের ৩১৫ টাকা ৮৯ পয়সা। অর্থাৎ, ওমান থেকে বাংলাদেশে টাকা পাঠানো হলে প্রতি ১ ওমানি রিয়ালের জন্য বাংলাদেশিরা ৩১৫ টাকা ৮৯ পয়সা করে ব্যাংক থেকে উত্তোলন করতে পারবে।
ওমানের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা
২০২৫ সালের আজকের আপডেট তথ্য মোতাবেক ওমানের ১ রিয়াল আমাদের বাংলাদেশী টাকা হচ্ছে ৩১৫ টাকা। অর্থাৎ, আপনি যদি ওমান থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠান তাহলে প্রতি ১ ওমানি রিয়ালের জন্য বাংলাদেশিরা ৩১৫ টাকা করে ব্যাংক থেকে তুলতে পারবে।
অনেকেই ওমানের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা জেনে নেওয়ার পাশাপাশি মালয়েশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা জানতে চাই। আপনারা চাইলে মালয়েশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা সম্পর্কে জানতে পারেন অনলাইনে কিংবা আমাদের কাছ থেকে।
ওমানের ৫০০ রিয়াল বাংলাদেশের কত টাকা
ওমানি রিয়াল রেট গুগলের আজকের আপডেট তথ্য অনুযায়ী ওমানের ৫০০ রিয়াল সমান বাংলাদেশি টাকায় হিসাব করলে (৫০০ রিয়াল x ৩১৫ টাকা = ১,৫৭,৫০০ টাকা)। অর্থাৎ, কেউ যদি ওমান থেকে বাংলাদেশে ৫০০ রিয়াল পাঠায়, তাহলে বাংলাদেশের অনুমোদিত ব্যাংক থেকে ১,৫৭,৫০০ টাকা উত্তোলন করতে পারবে।
ওমানের ১০০০ রিয়াল বাংলাদেশের কত টাকা
গুগলের আজকের আপডেট তথ্য অনুযায়ী ওমানের ১,০০০ রিয়াল আজকের বাংলাদেশি টাকায় হিসাব করলে (১০০০ রিয়াল x ৩১৫ টাকা = ৩,১৫,০০০ টাকা)। অর্থাৎ, আজকে যদি ওমান থেকে কেউ বাংলাদেশের কোন অনুমোদিত ব্যাংকে ১,০০০ রিয়াল পাঠায়, তাহলে বাংলাদেশ থেকে ৩,১৫,০০০ টাকা উত্তোলন করা যাবে। তবে এই রেট যেকোন সময় পরিবর্তনশীল এবং বিভিন্ন ব্যাংকে ভিন্ন ভিন্ন হতে পারে।
ওমানের ১০০০০ রিয়াল বাংলাদেশের কত টাকা
গুগলের আজকের আপডেট তথ্য অনুযায়ী ওমানের ১০,০০০ রিয়াল আজকের বাংলাদেশি টাকায় হিসাব করলে (১০০০০ রিয়াল x৩১৫ টাকা = ৩,১৫০,০০০) টাকা। অর্থাৎ, আজকে যদি ওমান থেকে কেউ বাংলাদেশের কোন অনুমোদিত ব্যাংকে ১,০০০ রিয়াল পাঠায়, তাহলে বাংলাদেশ থেকে ৩,১৫০,০০০ টাকা উত্তোলন করা যাবে। তবে এই রেট যেকোন সময় পরিবর্তনশীল এবং বিভিন্ন ব্যাংকে ভিন্ন ভিন্ন হতে পারে।
ওমান ৫০ টাকা সমান বাংলাদেশি কত টাকা
আমরা জানি যে বর্তমান সময়ে ২০২৫ সালে ওমান এক রিয়াল সমান বাংলাদেশি ৩১৫ টাকা পাওয়া যাচ্ছে। অর্থাৎ এ টাকার সাথে আমি যদি পঞ্চাশ গুন করি তাহলে সরাসরি বাংলাদেশ কত টাকা পাওয়া যাবে তা বের করা সম্ভব। তাহলে চলুন জেনে নেই (৫০ রিয়াল x ৩১৫ টাকা= ১৫,৭৫০ টাকা)।
উপরে উল্লেখিত হিসেবের মাধ্যমে বোঝা যায় ২০২৫ সালের এ সময়ের মধ্যে এসে ওমান ৫০ রিয়াল সমান বাংলাদেশি টাকা হচ্ছে ১৫,৭৫০ টাকা। ওমান কারেন্সির মান খুব কম পরিবর্তন হতে দেখা যায়।
ওমান ১ রিয়াল সমান কত ডলার
ওমান১ রিয়াল সমান এক ডলারও হয় না। ডলারের মান ও চাহিদা বর্তমান বিশ্বে খুব ব্যাপক। সকল প্রকার আদান প্রদান ডলারের মাধ্যমে হয়ে থাকে। ডলারের মান সকল দেশের কারেন্সির ব্যাপক ভিন্ন এবং চাহিদা পণ্য।
ওমান ১ রিয়াল সমান ২.৬০ ডলার। অর্থাৎ ওমান ১ রিয়ালের বিনিময়ে আপনি আড়াই ডলারও পাবেন না। ওমান ১ রিয়াল দিলে আপনি আড়াই ডলার নিতে পারবেন। বর্তমান সময়ে ডলার ও রিয়ালের এই কারেন্সি হয়েছে। এছাড়াও আপনারা অনেকেই ওমান ১ রিয়াল সমান কত ডলার তা জেনে নেওয়ার পাশাপাশি ১ ডলার সমান কত সোম জানতে চাই। আপনারা চাইলে আমাদের মাধ্যমে জেনে নিতে পারেন।
ওমানের মুদ্রার ইতিহাস
ওমানের মুদ্রার ইতিহাস সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। বর্তমানে ওমানের ব্যবহৃত মুদ্রা হলো ওমানি রিয়াল (OMR), যা ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ওমানের আধুনিক মুদ্রা ব্যবস্থার সূচনা হয় সুলতান কাবুস বিন সাঈদ -এর শাসনামলে। তিনি ওমানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নানান পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তন্মদ্ধ্যে অন্যতম ছিল মুদ্রা ব্যবস্থার সংস্কার।
১৯৭০ সালের আগে ওমানে বিভিন্ন ধরনের মুদ্রা ব্যবহৃত হত। যার মধ্যে ছিল ভারতীয় রুপি, মসকাট ও মাট্রাহর রুপি। ১৯৫৯ সালে ওমানি পয়সা চালু হয়। সেই পয়সা তখনকার ভারতীয় রুপির সাথে যুক্ত ছিল। কিন্তু ১৯৭০ সালে ওমানি রিয়াল চালু করা হয় এবং পুরাতন মুদ্রাগুলো পরিবর্তন করা হয়।
এসময় ওমানি রিয়ালকে বাইজা এককে বিভক্ত করা হয়। ১ ওমানি রিয়াল = ১,০০০ বাইজা। ওমানের সরকার বিভিন্ন আর্থিক ও মুদ্রানীতি প্রণয়নের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখেদ। এসকল বিষয়গুলোও রিয়ালের ক্রয়ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।
ওমানের প্রধানমন্ত্রীর নাম কি
ওমানের প্রধানমন্ত্রীর নাম আমরা অনেকেই জানতে চাই। ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পূর্বকোণাতে অবস্থিত একটি রাষ্ট্র হওয়ায় সেখানে কিন্তু ওমানের রাজা সুলতান উপাধি ব্যবহার করেন এবং দেশটির সরকার ওমান সালতানাত। তানি মাস্কাট একটি বৃহত্তম নগরী হওয়ার কারণে সেখানে কিন্তু বাণিজ্যিক লেনদেন অনেক বেশি হয়। বর্তমানে ওমানের প্রধানমন্ত্রী কাবুস বিন সাঈদ আল সাইদ।
ওমান কোথায় অবস্থিত
ওমান এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত ওমান কোথায় অবস্থিত এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন ওমান মধ্যপ্রাচ্যের অঞ্চলের মধ্যে এই এশিয়া মহাদেশে অবস্থিত। ওমান দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি দেশ এটিএমএন (ATMN) সংযুক্ত আরব আমিরাতের আরব সাগর পারস্য উপসাগরের সীমানা ঘেঁষে এবং ওমান উপসাগরে এটি অবস্থিত। এই সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ওমাণ উপকূল।
লেখকের শেষ মতামত
ওমানের সুলতান বংশানুক্রমে ক্ষমতায় অবস্থান করে। রোমানের রাষ্ট্রভাষা আরবি ভাষা। ওমানের কিছু অঞ্চল সমূহের নাম হচ্ছে সালালাহ, নিঝুয়া, দুখুম, সোহার, ইব্রি, রুস্তাক ইত্যাদি। ওমান মরুভূমি দেশ হওয়ার কারণে বেশিরভাগ লোকালয় সমুদ্রের উপকূলে বসবাস করে।
এছাড়াও আপনি যদি প্রবাসী সম্পর্কিত আরো তথ্য সম্পর্কে জানতে চান তবে আমাদের ওয়েবসাইটটি ঘুরে আসুন। কারণ এই ওয়েবসাইটে প্রতিনিয়ত ও নিত্য নতুন আপডেট আর্টিকেল পোষ্ট করা হয়। তাই সবার আগে প্রয়োজনীয় ও জরুরি আর্টিকেল পেতে আমাদের সাথে থাকুন।