প্রথম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি ইচ্ছুক ও এসএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য আজকের আর্টিকেলে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ-এর ভর্তি যোগ্যতা, পড়ার খরচ এবং ড্রেস কোড সম্পর্কে বিস্তারিত তথ্য। দেশের সেরা উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুলের নাম প্রথম সারিতে আসে। আজকের আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানটি সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা পাবে।
শুধুমাত্র উচ্চ মাধ্যমিক নয়, দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যও এই স্কুলটি অত্যন্ত জনপ্রিয় এবং সেরা। প্রতি বছর এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার ফলাফলের দিক থেকেই এই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজটি এগিয়ে থাকে। আজকে আমরা জানবো এই প্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতা কী এবং ভর্তি হতে কত পয়েন্ট বা জিপিএ প্রয়োজন সে সম্পর্কে।
মতিঝিল আইডিয়াল স্কুল ভর্তি যোগ্যতা
আপনারা অনেকেই রংপুর ক্যান্টনমেন্ট স্কুল ভর্তি যোগ্যতা সম্পর্কে জানতে চান তাই আমরা মতিঝিল আইডিয়াল স্কুল ভর্তি যোগ্যতা জেনে নিব।
- প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে একজন শিক্ষার্থীর বয়স ন্যূনতম ৬ বছরের বেশি হতে হবে।
- প্রথম শ্রেণিতে ভর্তি বয়স ৬+ ধরে অন্য সকল শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারিত হবে।
- ২০২৬ শিক্ষাবর্ষে ১ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়স ১লা জানুয়ারি ২০২৬ এ ৬+ হতে হবে।
- ইংলিশ ভার্সনে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীকে ইংরেজি পড়া ও লেখায় পারদর্শী হতে হবে।
মতিঝিল আইডিয়াল স্কুল ভর্তি বিজ্ঞপ্তি
আপনারা অনেকেই মতিঝিল আইডিয়াল স্কুল ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চান তাই আমরা মতিঝিল আইডিয়াল স্কুল ভর্তি বিজ্ঞপ্তি জেনে নিব।
১। ২০২৬ শিক্ষাবর্ষে ১ম থেকে ৯ম শ্রেণিতে মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখার বাংলা ও ইংরেজি ভার্সনে (প্রভাতী ও দিবা শাখায়) শিক্ষার্থীদের ভর্তির জন্য মাউশি কর্তৃক প্রদত্ত অনলাইন ঠিকানায় (https://gsa.teletalk.com.bd) আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে মাউশি কর্তৃক ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাউশি কর্তৃক প্রদত্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালা অনুসারে ভর্তি সংক্রান্ত সকল প্রক্রিয়া অনুসরণ করবে।
| আবেদন শুরুর সময় | ২৪/১০/২০২৫ তারিখ; সকাল- ১১:০০ ঘটিকা |
| আবেদনের শেষ সময় | ১৪/১১/২০২৫ তারিখ; বিকাল- ৫:০০ ঘটিকা |
| আবেদন ফি | ১১০/- (টেলিটক প্রি-পেইড মাধ্যমে প্রদান করতে হবে) |
| আবেদনের লিংক | https://gsa.teletalk.com.bd |
| লটারির তারিখ | মাউশি কর্তৃক ঘোষণা করা হবে |
২। আবেদনের সময়সীমা: ভর্তি আবেদন শুধুমাত্র অন-লাইনে (http://gsa.teletalk.com.bd) এই ঠিকানায় পাওয়া যাবে। অন-লাইনে আবেদন গ্রহণ ২৪/১০/২০২৬ খ্রি. হতে ১৪/১১/২০২৬ খ্রি. পর্যন্ত চলমান থাকবে। ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০/- টাকা যা শুধুমাত্র Teletalk প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস (SMS) এর মাধ্যমে প্রদান করতে হবে।
৩। ডিজিটাল লটারি অনুষ্ঠানের তারিখ: সরকারি নির্দেশনা মোতাবেক ওয়েবসাইট ও প্রতিষ্ঠানের নোটিশবোর্ডে জানিয়ে দেওয়া হবে।
৪। শিক্ষা সেবা অঞ্চল:
- মতিঝিল বাংলা মাধ্যম: কেবলমাত্র মতিঝিল এজিবি কলোনিতে বসবাসকারী ও স্থায়ী বরাদ্দপত্রধারীর সন্তান ৪০% এবং মতিঝিল, শাহজাহানপুর ও পল্টন থানার অন্তর্ভুক্ত অঞ্চলে বসবাসকারী বাসিন্দার সন্তান ১০%।
- মতিঝিল ইংলিশ ভার্সন: মতিঝিল, শাহজাহানপুর ও পল্টন থানার অন্তর্ভুক্ত অঞ্চলে বসবাসকারী
- বাসিন্দার সন্তান ৪০%।
- বনশ্রী বাংলা ও ইংলিশ ভার্সন: রামপুরা, বাড্ডা ও খিলগাঁও থানার অন্তর্ভুক্ত অঞ্চলে বসবাসকারী বাসিন্দার সন্তান ৪০%।
- মুগদা বাংলা ইংলিশ ভার্সন: মুগদা, সবুজবাগ ও যাত্রাবাড়ী থানার অন্তর্ভুক্ত অঞ্চলে বসবাসকারী বাসিন্দার সন্তান ৪০%।
৫। ডিজিটাল পদ্ধতিতে লটারীর মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তির সময় অন-লাইনে পূরণকৃত ভর্তির মূল আবেদন ফরমের সাথে অন-লাইনে নিবন্ধিত জন্মনিবন্ধন সনদসহ বিভিন্ন কোটার স্বরূপে মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে।
৬। বিভিন্ন কোটার জন্য প্রয়োজনীয় যে সকল কাগজপত্র জমা দিতে হবে:
- শিক্ষাসেবা অঞ্চল: মতিঝিল, বনশ্রী ও মুগদা ব্রাঞ্চের প্রার্থীর ক্যাচমেন্ট সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরের স্বাক্ষরিত প্রত্যয়নপত্রের মূলকপি।
- শিক্ষাসেবা অঞ্চল (মতিঝিল এজিবি কলোনি): প্রার্থীর পক্ষে পিতা/মাতার নামে ইস্যুকৃত অ্যালোটমেন্ট ও পজেশন লেটার এবং IBAS (আইবাস)-এর সত্যায়িত কপি।
- মুক্তিযোদ্ধা কোটা: প্রার্থীর পক্ষে মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গেজেটের সত্যায়িত কপি। মুক্তিযোদ্ধা দাদা হলে পিতার জাতীয় পরিচয়পত্র ও এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি এবং নানা হলে মায়ের জাতীয় পরিচয়পত্র ও এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি। মা ও বাবা এসএসসি পাশ না হলে বিবাহের কাবিন/নিকাহনামার সত্যায়িত কপি।
- শিক্ষা মন্ত্রণালয় কোটা: প্রার্থীর পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক অনুবিভাগ থেকে গৃহীত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি।
- প্রতিবন্ধী কোটা: প্রার্থীর পক্ষে প্রতিবন্ধিতার প্রমাণস্বরূপ যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি।
- ভাইবোন/সহোদর/যমজ কোটা: স্ব-স্ব ব্রাঞ্চ ও শিফটের সহকারি প্রধান শিক্ষক কর্তৃক প্রত্যয়িত।
৭। নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ৮ম শ্রেণির বোর্ড রেজিস্ট্রেশনের কপি।
৮। টেলিটক ও ওয়েবসাইট ছাড়াও লটারির ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট (www.iscm.edu.bd) এর মাধ্যমে পাওয়া যাবে।
মতিঝিল আইডিয়াল কলেজ ভর্তি যোগ্যতা
উচ্চমাধ্যমিক শিক্ষা একজন শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। কেননা এর সফল সমাপ্তির পরই তাকে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিংবা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়। যেহেতু ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেতে হলে এইচএসসি পরীক্ষায় ভালো ফল করা আবশ্যক, তাই এই পর্যায়ে পড়াশোনায় মনোযোগী হওয়া অপরিহার্য।
তাছাড়া, এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের সিলেবাস থেকেই প্রশ্ন আসে। এই কারণেই উচ্চ মাধ্যমিক স্তরে ভালো ফলাফল করা একান্ত প্রয়োজন। ভালো স্কুলগুলোর শিক্ষার্থীরা সাধারণত ভালো ফল করে থাকে, কারণ সেখানে পাঠদান পদ্ধতি উন্নত ও কার্যকর। উন্নত পাঠদানের ফলেই শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করতে সক্ষম হয়।
যেমন, প্রতি বছর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে প্রায় শতভাগ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেশি থাকে। এই কারণেই বহু শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য তীব্র আগ্রহ দেখায়।
মতিঝিল আইডিয়াল কলেজে ভর্তি যোগ্যতা নিচে উল্লেখ করা হলঃ
| বিভাগ/মাধ্যম | শূন্য আসন সংখ্যা | GPA (নিজ প্রতিষ্ঠান) |
GPA (অন্য প্রতিষ্ঠান) |
| বিজ্ঞান (বাংলা মাধ্যম)
বিজ্ঞান বিভাগ থেকে |
৯৫০ | ৪.৪০ | ৫.০০ |
| বিজ্ঞান (ইংলিশ ভার্সন)
বিজ্ঞান বিভাগ ইংলিশ ভার্সন থেকে |
২৩০ | ৪.৪০ | ৫.০০ |
| মানবিক (বাংলা মাধ্যম) বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে |
৩০০ | – | ২.৭৫ |
| ব্যবসায় শিক্ষা (বাংলা মাধ্যম) বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা থেকে |
৩৯০ | ৩.৫০ | ৪.০০ |
মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ আসন সংখ্যা কত
প্রতি বছর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পূর্বের ভর্তি প্রক্রিয়া অনুসারে, এবারও সম্ভাব্য আসন সংখ্যা এবং ভর্তির প্রয়োজনীয় যোগ্যতা নিচে উল্লেখ করা হলো:
বিজ্ঞান বিভাগ: বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনে মোট ৬৫০টি এবং ইংরেজি ভার্সনে ৮০টি আসন রয়েছে। এই বিভাগে ভর্তি হতে হলে শিক্ষার্থীদেরকে অবশ্যই ন্যূনতম জিপিএ ৫ অর্জন করতে হবে।
মানবিক বিভাগ: মানবিক বিভাগে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য মোট আসন সংখ্যা হলো ২০০টি। এই বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীদের ন্যূনতম ৩ পয়েন্ট থাকা আবশ্যক।
ব্যবসা বিভাগ: এই বিভাগে মোট ২৫০টি আসন রয়েছে। শিক্ষার্থীরা ন্যূনতম ৪ পয়েন্ট অর্জন করে এই ডিপার্টমেন্টে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে দুইটি ভার্সন রয়েছে একটি হচ্ছে ইংরেজি অপরটি হচ্ছে বাংলা। উপরে আমরা জানলাম মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ভর্তি যোগ্যতা ২০২৫ সম্পর্কে। এখন জানবো এ কলেজ সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
আরো দেখুনঃ রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ভর্তি যোগ্যতা, সুবিধা, ভর্তি ফরম
মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের পড়াশোনার খরচ কত?
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়ার খরচ নিয়েই সাধারণত মানুষের বেশি প্রশ্ন থাকে। অন্য অনেক কলেজের মতোই এখানে ভর্তির জন্য মোটামুটি খরচ হয়ে থাকে।
বর্তমানে ভর্তি ফি বাবদ ৭৫০০ টাকা নেওয়া হয়।এছাড়াও, প্রতি মাসে কিছু একাডেমিক খরচ আছে। একজন মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই খরচ সহজেই বহন করা সম্ভব। তবে নিশ্চিতভাবে মাসিক মোট কত টাকা খরচ হয়, তা নির্দিষ্ট করে বলা মুশকিল।
মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ড্রেস কোড
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তাদের পুরোনো ড্রেস কোডে ফিরে এসেছে। এখন থেকে প্রতিষ্ঠানটির ছাত্ররা টুপি পরা এবং ছাত্রীরা ওড়না ব্যবহার করা বাধ্যতামূলক। এর আগে ২০২০ সালে স্কুল কর্তৃপক্ষ পোশাকের এই নিয়ম পরিবর্তন করেছিল।
দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে পুরোনো ড্রেস কোডে ফেরার দাবি ছিল। সম্প্রতি সরকার পরিবর্তনের পর এই দাবি আরও জোরালো হয়। এই দাবির প্রেক্ষিতেই গত সোমবার ড্রেস কোড পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মুসলিম ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মের শিক্ষার্থীদের পোশাকে সামান্য কিছু পরিবর্তন থাকবে।
নতুন ড্রেস কোড: মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রদের স্কুল পোশাক সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে।
সাধারণ সময়ে ছাত্রদের পরতে হবে নেভি ব্লু রঙের ফুল প্যান্ট, সাদা রঙের ফুল বা হাফ শার্ট, সাদা রঙের নেটের গোল টুপি, সাদা জুতা এবং সাদা মোজা।
তবে শীতকালে সাধারণ পোশাকের সঙ্গে অতিরিক্ত হিসেবে নেভি ব্লু রঙের হাফ হাতা বা ফুল হাতা সোয়েটার (প্রভাতী শাখার ছাত্রদের জন্য ফুল হাতা) পরতে হবে।
মেয়েদের জন্য সাধারণ পোশাক সাদা সালোয়ার, সাদা কলার ও সাদা বেল্টসহ নীল রঙের লম্বা হাতার ফ্রক।
মাথার আবরণ:
- প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত: সাদা স্কার্ফ।
- চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত: সাদা ওড়না এবং একই রঙের ক্রস ওড়না।
- পায়ের জুতা ও মোজা: সাদা জুতা ও সাদা মোজা।
শীতকালীন অতিরিক্ত পোশাক:
- নেভি ব্লু রঙের কলারসহ কার্ডিগান (সামনে বোতামযুক্ত)।
সাধারন প্রশ্ন ও উত্তর (FAQs)
প্রশ্ন: মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: প্রতিষ্ঠানটি ১৯৬৫ সালের ১৫ মার্চ একটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে মতিঝিলে যাত্রা শুরু করে।
প্রশ্ন: এই শিক্ষাপ্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসটি কোথায় অবস্থিত?
উত্তর: এর মূল বা প্রধান ক্যাম্পাসটি মতিঝিল, ঢাকা-১০০০-এ অবস্থিত।
প্রশ্ন: মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের কি অন্য কোনো শাখা আছে?
উত্তর: হ্যাঁ, মতিঝিল ক্যাম্পাস ছাড়াও এর বনশ্রী এবং মুগদা নামে আরও দুটি শাখা বা ব্রাঞ্চ রয়েছে।
প্রশ্ন: মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে কি ছাত্র ও ছাত্রী উভয়ের জন্য পড়ার ব্যবস্থা আছে?
উত্তর: মাধ্যমিক পর্যায়ে ছাত্র ও ছাত্রী উভয়ের জন্য পড়ার ব্যবস্থা আছে, তবে ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে চালু হওয়া কলেজ শাখাটি (উচ্চ মাধ্যমিক) মূলত ছাত্রীদের জন্য।
প্রশ্ন: এখানে কি বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমেও পড়ানো হয়?
উত্তর: হ্যাঁ, ২০০৩ সাল থেকে মতিঝিল ক্যাম্পাসে ইংলিশ ভার্সন চালু করা হয়েছে।
প্রশ্ন: নতুন শ্রেণিতে (যেমন প্রথম শ্রেণি) ভর্তির প্রক্রিয়া কী?
উত্তর: সাধারণত, ক্লাস ওয়ান বা প্রথম শ্রেণিতে ভর্তি কেন্দ্রীয় লটারি ব্যবস্থার মাধ্যমে অনুষ্ঠিত হয়। অন্যান্য ক্লাসে লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি নেওয়া হতে পারে।
প্রশ্ন: মতিঝিল আইডিয়াল প্রতিষ্ঠানের যোগাযোগ নম্বরগুলি কী কী?
উত্তর: মতিঝিল ক্যাম্পাসের যোগাযোগ নম্বর: ০২-৪৮৩১০১৭৭। বনশ্রী: ০২-২২৪৪০৫২৭০। মুগদা: ০২-৭২৭৬২০০।
প্রশ্ন: মতিঝিল আইডিয়াল স্কুল প্রতিষ্ঠানটির EIIN নম্বর কত?
উত্তর: আইডিয়াল স্কুল ও কলেজের EIIN নম্বর হলো ১০৮২৭৭।
প্রশ্ন: আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে কি শিক্ষাসম্পূরক কার্যক্রমের ব্যবস্থা আছে?
উত্তর: হ্যাঁ, এখানে ডিবেটিং ক্লাব, বিজ্ঞান ক্লাব, সাংস্কৃতিক পরিষদ, বিএনসিসি ও স্কাউট দল সহ বিভিন্ন শিক্ষাসম্পূরক কার্যক্রম চালু আছে।
লেখকের শেষ মতামত
এই পোষ্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়লে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ভর্তি যোগ্যতা, পড়ার খরচ এবং ড্রেস কোড কি তা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। যাই হোক, এরপরও যদি মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ নিয়ে আপনার কিছু জানার থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।

