আপনি যদি আমলকি সিরাপ সেবন করতে চান সে ক্ষেত্রে অবশ্যই আপনার জানতে হবে আমলকি সিরাপ খেলে কি হয় সে সম্পর্কে। আমলকি প্লাস সিরাপ খেলে কি হয় সে সম্পর্কে অনেকেই জানেন না। আজকের আর্টিকেলটিতে আমলকি প্লাস সিরাপ সম্পর্কে প্রত্যেকটি বিষয় থাকছে বিস্তারিত।
আমলকি সিরাপ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আমলকি সিরাপে রয়েছে বেশ কিছু উপাদান। কাঁচা আমলকি যেমন উপকারী আমলকি শিরাফত এমন উপকারী। আমলকি প্লাস সিরাপ সম্পর্কে প্রত্যেকটি বিষয় জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
আমলকি সিরাপ এর কাজ কি
আমলকি সিরাপ এর কাজ কি সেই সম্পর্কে অনেকে জানেন না। আমলকি সিরাপ মূলত শরীরের দুর্বলতা ও রুচি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক। যাদের খাবারে অরুচি তারা নিয়মিত আমলকি প্লাস সিরাপ সেবন করলে খাবারের রুচি বৃদ্ধি হয়। আমলকি প্লাস সিরাপ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
আমলকি প্লাস সিরাপ সেবন করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, মুখের রুচি বৃদ্ধি করে, বদ হজম দূর হয়, চুল পড়া দূর হয়, মুখের ঘা দূর হয়, ও রক্ত পরিষ্কার করতে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে।
এছাড়া আমলকি সিরাপে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আমলকি প্লাস সিরাপ সেবন করলে শরীরের ইমিউন সিস্টেম উন্নত করে ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়।
আমলকি সিরাপ খেলে কি হয়
আপনি কি জানেন আমলকি সিরাপ খেলে কি হয়, যদি না জেনে থাকেন তাহলে এই অংশের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে আমলকি সিরাপ সম্পর্কে জেনে নিন। আমলকি সাধারণত রুচি বৃদ্ধির সিরাপ হিসেবে ব্যবহার করা হয়। যেসব ব্যক্তিরা সচরাচর বেশি খাবার খেতে পারেন না অর্থাৎ মুখে রুচি নেই, তারা এই সিরাপটি সেবন করতে পারেন।
পাশাপাশি আপনার শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে সিরাপ সেবন করা যাবে। আমলকি সিরাপ খেলে শরীরের স্বাস্থ্যবান হয়ে ওঠে। তবে এটি দীর্ঘস্থায়ী থাকে না। তাছাড়া ও আমলকি সিরাপ খেলে শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে।
যা আমরা উপরের অংশটিতে বিস্তারিত আলোচনা করেছি। এই সিরাপ খেলে ছেলেমেয়েদের ব্রণ জনিত সমস্যা হতে পারে। তাই আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই সিরাপটি সেবন করবেন না।
আপনারা চাইলে আমলকি সিরাপ খেলে কি হয় তা জেনে নেওয়ার পাশাপাশি আপেলিন সিরাপ এর কাজ কি তা আমাদের এই পোষ্টের মাধ্যমে জেনে নিতে পারেন।
আমলকি প্লাস সিরাপ খেলে কি হয়
আমলকি প্লাস সিরাপ খেলে কি হয় এ সম্পর্কে অনেকেই প্রতিনিয়ত খোঁজ করেন। আমলকি প্লাস সিরাপ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আমলকি প্লাস সিরাপে রয়েছে বেশ কিছু উপাদান।
যা আমাদের স্বাস্থ্যের বিভিন্ন রোগ দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। আমলকি প্লাস সিরাপ খেলে কি হয় তা নিচে পয়েন্ট আকারে দেওয়া হলঃ
- কোষ্ঠকাঠিন্য দূর করে
- মুখের রুচি বৃদ্ধি করে
- বদহজম দূর করে
- চুল পড়া দূর করে
- মুখের ঘা দূর করে
- রক্ত পরিষ্কার করে
- ইমিউন সিস্টেম উন্নত করে
- চোখের জন্য উপকারী
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
- ত্বক উজ্জ্বল করে
- হার্ট সুস্থ রাখে
- ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
- অ্যান্টিঅক্সিডেন্ট এর চাহিদা মেটায়
- মাথার খুশকি দূর করে
কোষ্ঠকাঠিন্য দূর করেঃ আমলকি প্লাসে সিরাপে প্রচুর পরিমাণে ফাইবার ও এন্টিঅক্সিডেন্ট থাকে যা পরিপাকতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে। এটি পরিপাকতন্ত্রের কার্যকারিতা উন্নত করার ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং সহজে পেট পরিষ্কার হয়।
মুখের রুচি বৃদ্ধি করেঃ আমলকি প্লাস সিরাপ খেলে কি হয় তা হলো মুখের রুচি বৃদ্ধি করে। আমলকি প্লাস সিরাপ সেবন করলে হজম ক্ষমতা বৃদ্ধি করে ফলে খাবার দ্রুত হজম হয়। খাবার দ্রুত হজম হয় বলে রুচি বৃদ্ধি হয়।
বদহজম দূর করেঃ আমলকি প্লাস সিরাপ এর উপাদান গুলো পেটের অম্লতা এবং বদহজমের সমস্যা দূর করতে সাহায্য করে। এটি পেটের অস্বস্তি, গ্যাস, অম্লতা কমাতে সাহায্য করে।
চুল পড়া দূর করেঃ আমলকি প্লাস সিরাপ খেলে কি হয় তাহলে চুল পড়া দূর করে। আমলকি প্লাস সিরাপে রয়েছে বেশ কিছু উপাদান যা চুলের স্বাস্থ্য কে উন্নত করে। আমলকি প্লাস সিরাপে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের গোড়ায় পুষ্টি যোগায় ফলে চুল শক্তিশালী ও স্বাস্থ্যকর হয়।
মুখের ঘা দূর করেঃ আমলকি প্লাস সিরাপ মুখের ঘা দূর করতে সাহায্য করে। অনেকে ঠোঁটের কিনারায় ঘা হয়, মুখে ঘা হয়। আমলকি প্লাস সিরাপে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা মুখের ঘা দূর করতে সাহায্য করে।
রক্ত পরিষ্কার করেঃ আমলকি প্লাস সিরাপ রক্ত পরিষ্কার করতে অত্যন্ত কার্যকরী। আমলকি প্লাস সিরাপে থাকা উপাদান রক্তে জমে থাকা টক্সিন বের করে দেয়। রক্তের ক্ষতিকর টক্সিন বের হয়ে যায় বলে দ্রুত রক্ত পরিষ্কার হয়।
ইমিউন সিস্টেম উন্নত করেঃ আমলকি প্লাস সিরাপ খেলে কি হয় তা হল শরীরের ইমিউন সিস্টেম উন্নত হয়। আমলকি প্লাস সিরাপে থাকা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফলে যেকোনো অসুস্থতার রোগী দ্রুত সুস্থ হয়।
চোখের জন্য উপকারীঃ আমলকি প্লাস সিরাপ চোখের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে আমলকি প্লাস সিরাপে রয়েছে ভিটামিন সি ও পুষ্টি উপাদান যা চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে। এই সিরাপে থাকা উপাদান চোখের রেটিনার সমস্যা দূর করতে সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেঃ আমলকি প্লাস সিরাপ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বিশেষ করে ভিটামিন সি এর অভাবজনিত রোগ দূর করতে অত্যন্ত কার্যকরী।
ত্বক উজ্জ্বল করেঃ আমলকি প্লাস সিরাপে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের স্বাস্থ্য উজ্জ্বল করতে সাহায্য করে। ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে ত্বক রাখে নরম কোমল এবং মসৃণ।
প্রিয় পাঠক উপরে আমলকি প্লাস সিরাপ খেলে কি হয় সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। এছাড়াও আমলকি প্লাস সিরাপ খেলে একাধিক উপকারিতা পাওয়া যায়।
আপনি আপনার শরীরের শারীরিক দুর্বলতা দূর করতে, ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে, শরীরের ইমিউন সিস্টেম কে উন্নত করতে আমলকি প্লাস সিরাপ সেবন করতে পারেন। আশা করি আমলকি প্লাস সিরাপ খেলে কি হয় সে সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
আমলকি সিরাপ এর উপকারিতা
আমলকি সিরাপে রয়েছে বেশ কিছু উপাদান যেটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক সাহায্য করে। মুখের রুচি বৃদ্ধি করতে সক্ষম হয়।
- যাদের শরীরে কোষ্ঠকাঠিন্য বেশি রয়েছে তারা আমলকি সিরাপ খেয়ে দূর করতে পারবেন খুব সহজেই। আমলকি সিরাপ কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক সাহায্য করে।
- ভিটামিন সি জাতীয় উপাদান রয়েছে আমলকি সিরাপ। আপনার শরীরে যদি ভিটামিন সি এর ঘাটতি থাকে আমরা কি সিরাপ খেলে ঘাটতি পূরণ হয়ে যাবে।
- রক্তের সমস্যা থাকলে খুব সহজে দূর করবে। কিংবা দূষিত কোন খাবারের জন্য রক্তের সমস্যা দেখা দেয়। তাহলে আমরা কি সিরাপ খেতে হবে। আমলকি সিরাপ রক্ত পরিষ্কার করার জন্য কাজ করে।
- এছাড়াও চোখের সমস্যা মুখের ঘা থাকলে আমলকি সিরাপ খেতে পারেন। প্রতিদিন এক চামচ করে দিনে তিনবার খেলে মুখের ঘা ভালো হয়ে যাবে পাশাপাশি চোখের জ্যোতি বৃদ্ধি পাবে।
আপনারা চাইলে আমলকি সিরাপ এর উপকারিতা জেনে নেওয়ার পাশাপাশি পুদিনা সিরাপ এর উপকারিতা আমাদের এই পোষ্টের মাধ্যমে জেনে নিতে পারেন।
আমলকি সিরাপ খেলে কি মোটা হয়
অনেকে প্রতিনিয়ত সার্চ ইঞ্জিন গুলোতে খোঁজাখুঁজি করেন আমলকি সিরাপ খেলে কি মোটা হয় সে সম্পর্কে। আপনাদের প্রশ্নের উত্তরে বলতে হয়, আমলকি সিরাপ খেলে মোটা হওয়া যায় না। আমলকি সিরাপ সাধারণত স্বাস্থ্যের জন্য উপকারী। আমলকি সিরাপে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এন্টিঅক্সিডেন্ট রয়েছে।
আমলকি সিরাপ খেলে মোটা হওয়ার সম্ভাবনা অনেক কম। আমলকি সিরাপ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা হয় তাই এটি স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো। তবে আমলকি শিরাতে থাকা চিনির পরিমান বেশি যা দাঁত ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমলকি সিরাপ খেলে মোটা হওয়া যায় না।
আমলকি সিরাপের বেশ কিছু গুনাগুন রয়েছে। যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আমলকি সিরাপ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। যাদের ক্ষুধা মন্দা অরুচি ভাব, খাবারের প্রতি কোন চাহিদা নেই তাদের জন্য এই আমলকি সিরাপ অত্যন্ত কার্যকরী।
এছাড়া বদ হজম জনিত সমস্যা, খাবার খেলে হজম হয় না এরকম সমস্যায় আমলকি সিরাপ সেবন করলে সুস্থ হবেন। যাদের অতিরিক্ত চুল পড়ে তারা আমলকি সিরাপ খেলে চুল পড়া দূর হয়।
এছাড়া যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি রয়েছে, শীত অথবা গরম গালে খুশকি হয় তারা আমলকি সিরাপ সেবন করলে এই খুশকি দূর হবে। যাদের সময় অসময় মুখে ঘা হয় তাদের মুখের ঘা নিরাময় করে আমলকি সিরাপ। অনেকের শরীরে রক্ত অপরিষ্কার থাকে।
রক্ত অপরিষ্কারের ফলে বিভিন্ন ধরনের ফোঁড়া, ফুসকুড়ি, ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়, ওই ব্যক্তিদের জন্য আমলকি সিরাপ অত্যন্ত কার্যকরী। আমলকি সিরাপ সেবন করলে রক্ত পরিষ্কার হয়। বিশেষ করে আমলকি সিরাপ ক্ষুধা মন্দা অরুচি ভাব দূর করার জন্য অত্যন্ত কার্যকরী।
যাদের মুখে রুচি নেই খাবার খেতে ইচ্ছে হয় না তারা এই আমলকি সিরাপ সেবন করলে খাবারের প্রতি চাহিদা বাড়ে, যে কোন খাবার খেতে ইচ্ছে করেন। যারা আমলকি সিরাপ সেবন করে তাদের খাবারের প্রতি রুচি বাড়ে। খাবারের প্রতি রুচি বাড়লে রোগী বেশি পরিমাণ খাবার খেতে সক্ষম হয় ফলে বেশি খাবার খেলে শরীরে সুস্থতা আসে এবং শারীরিক ওজন বৃদ্ধি পায়।
দেখে মনে হয় রোগী মোটা হয়ে গেছেন। তবে এই স্বাস্থ্য দীর্ঘস্থায়ী নয়। সিরাপ খাওয়া শেষ করলে অল্প কিছুদিনের মধ্যেই এই স্বাস্থ্য কমে যায়। মুখের রুচি পূর্বের মতো হারিয়ে যায়। খাবারের প্রতি অনীহা আসে। তবে আমলকি সিরাপ সেবন করলে মুখের রুচি বৃদ্ধির পাশাপাশি কোষ্ঠকাঠিন্য, ক্ষুদা মন্দা, অরুচি ভাব, বদহজম, চুল পড়া, খুশকি, মুখে ঘা, অপরিষ্কার রক্ত দূর করতে অত্যন্ত কার্যকরী।
তবে আপনি আমলকি সিরাপ খেলে মোটা হতে পারবেন না। প্রিয় পাঠক আশা করি আমলকি সিরাপ খেলে কি মোটা হয় সে সম্পর্কে জানতে পেরেছেন।
আমলকি সিরাপ খাওয়ার নিয়ম
আমলকির টক ও তেতো মুখে রুচি ও স্বাদ বাড়ায়। রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকি গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খান। প্রতিদিন সকালে নিয়ম করে আমলকি খেলে ওজন কমবে ঝটপট। পাশাপাশি শরীর ঠান্ডা রাখে, পেশী মজবুত করে, হৃদযন্ত্র ও ফুসফুস ভালো রাখে, মস্তিষ্কের শক্তিবর্ধন করে।
আমলকি প্লাস সিরাপ খাওয়ার নিয়ম
অনেকে আমলকি সিরাপ খেলে কি মোটা হয় ও আমলকি প্লাস সিরাপ খাওয়ার নিয়ম সম্পর্কে খোঁজাখুঁজি করেন। অনেকেই আমলকি প্লাসে সিরাপ খেতে চান। চিকিৎসকের পরামর্শে অথবা ফার্মাসিস্ট এর পরামর্শে আমলকি সিরাপ কিনেন কিন্তু কিভাবে খাবেন সেই নিয়ম সম্পর্কে জানেন না। নিচে আমলকি প্লাস সিরাপ খাওয়ার নিয়ম দেওয়া হলোঃ
- ৫-১২ বয়সী শিশুদের ক্ষেত্রে ৫-১০ মিলি দিনে ২ বার
- প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ২০ মিলি দিনে ২ বার
আমলকি প্লাস সিরাপ খাবার খাওয়ার পরে পানির সাথে মিশিয়ে অথবা শুধু সিরাপ খেতে পারেন।
আমলকি সিরাপ এর দাম কত
আমলকি সিরাপ খেলে কি মোটা হয় ও আমলকি সিরাপ এর দাম কত সে সম্পর্কে অনেকেই জানেন না। বাজারে বেশ কিছু কোম্পানির আমলকি সিরাপ পাওয়া যায়।
ভিন্ন ভিন্ন কোম্পানির আমলকি সিরাপ গুলোর দাম ভিন্নরকম। আমলকি সিরাপ এর দাম কোম্পানি, সিরাপের পরিমাণ, ঔষধের গুণগত মান এর ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। বেশ কিছু কোম্পানির ক্ষেত্রে আমলকি সিরাপ এর দাম ভিন্ন রকম। নিচে কয়েকটি কোম্পানির আমলকি সিরাপ এর দাম দেওয়া হলোঃ
- প্রগতি ল্যাবরেটরিজ আমলকি সিরাপ ৩০ মিলি ৩০ টাকা
- প্রগতি ল্যাবরেটরিজ আমলকি সিরাপ ১০০ মিলি ৬০ টাকা
- প্রগতি ল্যাবরেটরিজ আমলকি সিরাপ ৪৫০ মিলি ১৭০ টাকা
- রয়েল আমলকি প্লাস সিরাপ ২০০ মিলি ৩৫০ টাকা
- নিউ লাইফ আমলকি সিরাপ ১০০ মিলি ৬০ টাকা
- মর্ডান হারবাল আমলকি সিরাপ ৪৫০ মিলি ৩২৪ টাকা
প্রিয় পাঠক উপরে বেশ কিছু কোম্পানির ভিন্ন ভিন্ন পরিমাণের আমলকি সিরাপ এর দাম আপনাদের জানিয়েছি। সময় ও স্থানভেদে এই সিরাপের দাম কিছুটা কম বেশি হতে পারে। কোন নির্দিষ্ট কোম্পানির সিরাপ এর দাম জানতে কোন ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করতে পারেন।
আমলকি প্লাস সিরাপ দাম কত
বেশ কিছু কোম্পানির আমলকি প্লাস সিরাপ পাওয়া যায়। সাধারণত কোম্পানি ভেদে আমলকি প্লাস সিরাপ এর দাম কমবেশি হয়। ফার্মেসির চাইতে অনলাইন শপ গুলোতে আমলকি প্লাস সিরাপ এর দাম কিছুটা কম। অনলাইনের বিভিন্ন শপ গুলোতে রয়েল আমলকি প্লাস সিরাপ ২০০ মিলি দাম ৩৫০ টাকা।
আমলকি সিরাপ খেলে কি ক্ষতি হয়
আমলকি সিরাপ খেলে কি মোটা হয় ও আমলকি সিরাপ খেলে কি কোন ক্ষতি হয় সে সম্পর্কে অনেকেই জানতে চান। সাধারণত আমলকি সিরাপ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে বেশ কিছু কম্পানির আমলকি সিরাপ পাওয়া যায় যে সিরাপ গুলোতে একাধিক উপাদান ব্যবহার করা হয়েছে।
এই সিরাপ গুলো সরাসরি কোন ক্ষতি করে না তবে এই সিরাপে থাকা কিছু উপাদান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমলকি সিরাপ অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে গ্যাস বৃদ্ধি পায়। আমলকি সিরাপে রয়েছে এমন কিছু উপাদান যা এসিডিটি বৃদ্ধি করে।
এছাড়া আমলকি সিরাপে অতিরিক্ত চিনি ডায়াবেটিস ও ওজন বৃদ্ধি করে। কিছু কিছু ক্ষেত্রে আমলকি সিরাপ গ্রহণ করলে এলার্জির পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। তবে আপনি সঠিক মাত্রায় আমলকি সিরাপ গ্রহণ করলে কোন প্রকার সমস্যার সম্মুখীন হবেন না।
আমাদের শেষ মতামত
ইতিমধ্যে আপনি জেনেছেন আমলকি সিরাপ খেলে কি হয় এবং এর উপকারিতা, খাওয়ার নিয়ম ও দাম সম্পর্কে। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি হলো। যাদের মুখের রুচি হারিয়ে গেছে। না খেয়ে থাকার কারণে শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তারা এই সিরাপ খাওয়ার পাশাপাশি বেশি বেশি সুষম খাদ্য খাবেন। তাহলে অনেক উপকার হবে।
এছাড়াও দূষিত রক্ত বের করে দিয়ে পরিষ্কার করে, লিভার পরিষ্কার করে। যাদের লিভারের সমস্যা কিংবা রক্তের সমস্যা তারা এই সিরাপ খেতে পারেন। এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি সেরা এটি। আজকের মত আমি এখানে শেষ করছি, আর্টিকেল সম্পূর্ণ পড়ে আপনাদের কেমন কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।